ঢাকা, ২২ জুলাই- ১০০ মিটার স্প্রিন্টের মুকুট ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ১০০ মিটারে ১০ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে শাহ ইমরান ও শরীফুল ইসলামকে পেছনে ফেলে সেরা হন মেজবাহ। ১০ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে ইমরান দ্বিতীয় ও ১১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে শরীফুল তৃতীয় হয়েছেন। সবমিলিয়ে জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার, সামার অ্যাথলেটিক্সে দুইবার ও বাংলাদেশ গেমসে একবার সেরা হন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলা মেজবাহ। মেয়েদের ১০০ মিটারে দৌড় শেষ করতে শিরিন সময় নেন ১২ দশমিক ৩০ সেকেন্ড। সোহাগী আক্তার ১২ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুস্মিতা ঘোষ ১২ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার ও সামার অ্যাথলেটিক্সে দুইবার সেরা হলেন শিরিন। এমএ/ ০৬:৩৭/ ২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vKRaKP
July 23, 2017 at 12:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top