বীরভূম, ১৬ জুলাই- আকছার ইভটিজিংয়ের অভিযোগ আসছিল। এমনকী ছাত্রদের বিরুদ্ধে ক্লাসে বসেই পর্ন দেখার অভিযোগ উঠেছিল। বকুনি-পিটুনিতেও সমস্যা সমাধান হচ্ছিল না। নিত্য অভিযোগের সমাধান খুঁজতেই ব্যস্ত কো-এড স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অবশেষে সমাধান বের হল। সপ্তাহে তিন দিন স্কুলে এসে ক্লাস করবে ছাত্ররা। আর বাকি তিন দিন ক্লাস করবে ছাত্রীরা। আর এতেই নাকি ইভটিজিং সহ-সমস্যার সমাধান হবে।আজব এই নিদান বীরভূমের কাঁকরতলা বড়রা হাইস্কুলের। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে জানতে পেরে রিপোর্ট তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ শিক্ষা সংসদও এই ঘটনা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে। পর্ষদের তরফে ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শককে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল পরিদর্শকও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। শতবর্ষের পুরোনো এই স্কুলের এহেন নিদান নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্কুল কর্তৃপক্ষ কীভাবে এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার বিঘ্নিত হবে বলেও অভিযোগ। যার ফলে আখেরে পড়ুয়ারদেরই ক্ষতি হবে। এমন সিদ্ধান্ত নিয়ে দায় এড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে বীরভূমের কাঁকরতলা বড়রা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও। যদিও স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tupXdH
July 17, 2017 at 05:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top