কলকাতা, ১৬ জুলাই- গ্রেফতার হতে পারেন ফেসবুকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সহচর কুণাল ঘোষ৷ তিনি জানিয়েছেন, পুরানো একটি ভাড়াটিয়া-প্রমোটার ঝামেলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তার নামে নাকি এফআইআর-ও করেছে কলকাতা পুলিশ৷ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেই অফিসার যিনি ব্যাঙ্কশাল কোর্টে তাঁর কণ্ঠরোধ করতে চেয়েছিলেন৷ এমনই অভিযোগ সাংসদ কুণাল ঘোষের৷ কুণাল ঘোষের ফেসবুক পোস্ট অনুযায়ী ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে৷ যখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে মধ্য গগনে কুণালের কেরিয়ার৷ তখন একটি ভাড়াটিয়া পরিবারকে জোর করে বাড়ি ছাড়া করে প্রমোটার৷ পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ৷ তাঁর ফেসবুক স্টেটাস থেকেই জানা যায়, দুপক্ষের মধ্যে নাকি মামলা মোকদ্দমাও চলছিল৷ কিন্তু কিছুদিন আগে হঠাৎই সেই প্রোমোটার কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগ জানায়৷ তাঁর অভিযোগ এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে চিৎকার করে যে ওসি কুণাল ঘোষের বক্তব্য চাপা দিতে চেষ্টা করেছিলেন তিনি৷ তবে এতকিছুর পরেও তিনি যে এতটুকুও ভীত নন, তা জানিয়েছেন কুণাল ঘোষ৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tYGslX
July 17, 2017 at 05:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন