কলকাতা, ০৯ জুলাই- চলে গেলেন কিংবদন্তি নায়িকা সুমিতা সান্যাল। ৭১ বছর বয়সি এই অভনেত্রী কলকাতার দেশপ্রিয় পার্কের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্যজিৎ রায়ের নায়ক, তপন সিংহের সাগিনা মাহাতো ছাড়াও তিনি অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের বিপরীতে আনন্দ-এর মতো ছবিতেও। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ক্যামেরায় সুমিতা এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন বলিউডেও। রূপালি পর্দা ছেড়ে দেওয়ার পর প্রায় অন্তরালেই ছিলেন৷ এবার অন্তরালের কুহেলি কাটিয়ে চলে গেলেন৷ প্রয়াত আনন্দ খ্যাত এই অভিনেত্রী। আসল নাম মঞ্জুলা। জন্ম দার্জিলিঙে। পরিচালক বিভূতি লাহা বা অগ্রদূত তাঁর নাম বদলে সুমিতা রাখেন খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে। ১৯৬৮-র ছবি আশীর্বাদ। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিই ছিল বাংলা থেকে আগত সুমিতা সান্যাল নাম্নী মেয়েটির হিন্দি ডেবিউ। সঞ্জীব কুমারের বিপরীতে এই ছবিতে অসম্ভব সাবলীল অভিনয় করে নজর কাড়েন সুমিতা। সত্যজিৎ রায়ের নায়ক থেকে শুরু করে একাধিক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সুমিত সান্যাল৷ বাংলা ও হিন্দি চলচ্চিত্রের দুই মহানায়ক উত্তমকুমার ও অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছেন৷ একাধিক ক্লাসিক সিনেমায় তাঁর অভিনয় রয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u5Jo1b
July 09, 2017 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top