ঢাকা, ০৯ জুলাই- তারকাখ্যাতি লাভের পর ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদ একাধিক তরুণীর সঙ্গে প্রেম করেছেন বলে তার স্ত্রী ফারজানা আক্তার অভিযোগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর নিজের ওপর শহীদের নির্যাতনের লিখিত বর্ণনায় এ অভিযোগ করেন তিনি। দুই শিশু সন্তান নিয়ে ফারজানা আক্তার রোববার সকাল ১১টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে নিজে এই অভিযোগ জমা দেন। চার পৃষ্ঠার লিখিত অভিযোগে নির্যাতনের মর্মস্পশী বর্ণনা দিয়ে শহীদের স্ত্রী বিসিবি সভাপতির কাছে ন্যায়বিচার দাবি করেছেন। ফারজানা আক্তার বলেন, ২০১১ সালের ২৪ জুন ক্রিকেটার মোহাম্মদ শহীদের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। সেসময় শহীদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। কিন্তু আমাদের সুখের সংসার ছিল। বিয়ের প্রথম তিনটি বছর আমাদের ভালো যায়। শহীদ তখন নারায়ণগঞ্জের স্থানীয় ক্লাবে খেলাধুলা করত। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে অভিষেক হয় আমার স্বামী মোহাম্মদ শহীদের। ধীরে ধীরে সে তারকাখ্যাতি পেতে শুরু করে। স্ত্রীর দাবি, এরপর থেকেই শহীদ বদলে যান। বদলাতে থাকে তার আচরণও। দিনকে দিন স্ত্রীর প্রতি শহীদের আগ্রহ কমতে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য তরুণীর সঙ্গে সখ্য গড়ে তোলে শহীদ। একাধিক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শুরু করে। বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় সে। এসব নিয়ে বলার পরই তার ওপর নির্যাতন বেড়ে যায় শহীদের। বাধ্য হয়ে চলতি বছরের ২৩ জুন ফারজানা বাবার বাড়ি যেতে বাধ্য হন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। বিসিবি সভাপতির কাছে ন্যায়বিচার চেয়ে তিনি বিবৃতিতে লিখেছেন, আমি আমার দুই সন্তান নিয়ে স্বামীর সংসারে ফিরে যেতে চাই এবং স্ত্রীর পূর্ণ অধিকার নিয়ে স্বামীর সংসার করতে চাই। বাবা ছাড়া আমার দুই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। অন্তত আমার দুই সন্তানের বিষয়টি বিবেচনা করে আপনি দয়া করুণ, ন্যায়বিচার করুন। বিসিবি কার্যালয়ে অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সামনে শহীদকে ফোন দেন তার স্ত্রী ফারজানা। এ সময় শহীদ ফরজানাকে বলেন, সংসার করার ইচ্ছে থাকলে মিরপুরে যেও না পরে ফারজানা আক্তারের অভিযোগের বিষয়ে মোহাম্মদ শহীদ বলেন, এসব মিথ্যা। আমাকে হয়রানি করতে এসব করা হচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sCJrxi
July 09, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top