ঢাকা, ০৭ জুলাই- চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরর্মেন্সের পর পরই বাংলাদেশের অপেনার তামিম ইকবালকে দলভুক্ত করেছিল ইংলিশ কাউন্টি টিম এসেক্স। দলটির জার্সি গায়ে দিয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে শুক্রবার লন্ডনের বিমানে চড়বেন তামিম। তামিমের জন্য অবশ্য ইংলিশ কাউন্টি তামিমের জন্য নতুন ঘটনা নয়। এর আগে ২০১১ সাল নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। সেবার ইংলিশ ক্লাবটির হয়ে ৫ ম্যাচে ২০.৮০ গড়ে ১০৪ রান করেছিলেন তামিম। শুক্রবারই লন্ডনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ব্লাস্টের আসর। নিজেদের প্রথম ম্যাচে সারের মুখোমুখি হবে এসেক্স। টুর্নামেন্ট শেষ হবে আগামী ২ সেপ্টেম্বর। তবে ঘরের মাঠে বাংলাদেশের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে মাঝপথে ইংল্যান্ড থেকে দেশে ফিরতে হবে তামিমকে। ৯ ম্যাচের জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই টাইগার ওপেনার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার কেন্টের বিপক্ষে এসেক্সের হয়ে খেলতে পারেন তামিম। এসেক্সে তামিমের অধিনায়ক নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক খেলোয়াড় রায়ান টেন ডয়েসকাট। রবি বোপারা ও অ্যালেস্টার কুকদের মতো ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের সতীর্থ হিসেবে পাবেন তামিম। আর/০৭:১৪/০৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sSU3aN
July 07, 2017 at 02:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন