কলকাতা, ২৮ জুলাই- সীতারাম ইয়েচুরির নাম দলের কেন্দ্রীয় কমিটিতে খারিজ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে এম এস স্বামীনাথন -সহ তিনজন বুদ্ধিজীবীর নাম কংগ্রেস সহ -সভাপতি রাহুল গান্ধীর কাছে প্রস্তাব করেছে সিপিএম৷ সূত্রের খবর, এই প্রস্তাব রাহুল সরাসরি পাঠিয়ে দিয়েছেন সনিয়া গান্ধীর কাছে৷ বাংলা থেকে কে হবেন ষষ্ঠ আসনে রাজ্যসভার প্রার্থী, সেই সিদ্ধান্ত নেবেন সনিয়া নিজে৷ নয়াদিল্লিতে সদ্যসমান্ত তিনদিনের বৈঠকে সিপিএম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, দল কোনও ভাবেই কংগ্রেসের প্রার্থীকে রাজ্যসভায় সমর্থন করবে না, স্বভাবতই সেই মতের সাপেক্ষে অরাজনৈতিক ব্যক্তিত্ব এম এস স্বামীনাথন-সহ তিন বুদ্ধিজীবীর নাম প্রস্তাব করেছে সিপিএম৷ এর ফলে একদিকে যেমন সাপও মরবে, তেমনি লাঠিও ভাঙবে না, এমনটাই মনে করছে সিপিএম কেন্দ্রীয় কমিটি৷ তবে দিল্লির সিপিএম নেতৃত্ব নাম প্রস্তাব করে পাঠালেও কলকাতায় এ দিন বামফ্রন্টের বৈঠকে সেই নামই চড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপর৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটিতে হেরে তৃতীয়বারের জন্য রাজ্যসভার মনোনয়ন না -পেয়ে দলের সংগঠনের কাজে এখন আগের থেকে বেশি সময় ব্যয় করাই শ্রেয় বলে মনে করছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি যে তৃতীয়বারের জন্য রাজ্যসভায় যেতে খুব একটা আগ্রহী ছিলেন না , বাংলার নেতাদের বারংবার অনুরোধেই দলের পলিটব্যুরোতে তাঁর পুনর্মনোনয়নের জন্য প্রস্তাব পেশ করা হয়েছিল, বুধবার বিকেলে দলের সদর কার্যালয়ে তাও জানিয়েছেন সীতারাম৷ এ দিন তিনি বলেন,পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সিপিএমের পছন্দ হল যে কোনওগ্রহণযোগ্য নিরপেক্ষ প্রার্থী,যাঁকে রাজ্যের সব বিরোধী দলগুলি পছন্দ করবে৷ রাজ্যসভার নির্বাচনে সিপিএম যে কংগ্রেসের কোনও প্রার্থীকে সমর্থন করবে না , সেই বিষয়টাও স্পষ্ট করে দেন সীতারাম৷ পশ্চিমবঙ্গের বাম নেতারা তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য যে ভাবে জোরাজুরি করেছিলেন তা এ দিন উল্লেখ করেন সীতারাম৷আমাদের দলে কোনও ব্যক্তি দুবারের বেশি রাজ্যসভায় মনোনয়ন পান না৷ এটাই দলের রীতি৷ এই অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমার নাম প্রস্তাব করা হয়েছিল তৃতীয়বারের জন্য৷ তাঁদের এই প্রস্তাব কেন্দ্রীয় কমিটি খারিজ করেছে৷এটুকু বলেই কিছুটা দার্শনিক হয়ে যান সীতা৷ তাঁর কথায়,পাটিগণিতের অঙ্কে রাজ্যসভার ভোটের থেকে দলের নীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ৷একই সঙ্গে তাঁর সাফ কথা,তৃণমূলকে সুবিধে করে দেওয়ার জন্য আমি পদত্যাগ করছি না৷ গতবারের সিপিএম পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছিল সারা দেশে বাম দলের অবস্থান শক্ত করতে নিজেরাই সচেষ্ট হবে সিপিএম৷ সেই জায়গা থেকে এখন সিপিএম যদি এমন কোনও নিরপেক্ষ প্রার্থীর সন্ধান করতে থাকে, যাঁকে পছন্দ করবে বিরোধীরা, তা হলে তো বামেদের শক্তি বৃদ্ধির কোনও প্রশ্ন থাকছে না৷ এই প্রসঙ্গে সীতারামের স্পষ্ট বক্তব্য,পার্টি কংগ্রেসে যে সিদ্ধান্ত হয়েছিল আমরা সেটাই মেনে চলছি৷ সিপিএম নিজেদের শক্তি বৃদ্ধির জন্যই নিরপেক্ষ প্রার্থী বাছাই করতে চাইছে৷ সিপিএম কংগ্রেসের সঙ্গে কোন সমঝোতা করে চলবে না৷ বাংলার যা অবস্থা , তাতে রাজ্যসভায় ষষ্ঠ আসনে জয়ের জন্য কোনও একটি দলের ভোট যথেষ্ট নয়৷ এ ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রশ্ন নেই৷ পাটিগণিতের অঙ্কে রাজ্যসভার ভোটের থেকে দলের নীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u422SL
July 28, 2017 at 07:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন