মুম্বাই, ২৮ জুলাই- মাত্র ৪৩ বছর বয়সেই চলে গেলেন বলিউড অভিনেতা ইন্দর কুমার। শুক্রবার ভোর ২ নাগাদ আন্ধেরির নিজের বাংলোতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। উল্লেখ্য, সলমন খানের সঙ্গে ওয়ান্টেড ও তুমকো না ভুল পায়েঙ্গে সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন ইন্দর কুমার। এছাড়া মোট ২০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ফাটি পেড হ্যায় ইয়ার নামে একটি সিনেমার কাজে যুক্ত ছিলেন। এছাড়া জনপ্রিয় টিভি শো কিউকিঁ সাস ভি কাভি বহু থি-তে মিহির ভিরানির চরিত্রে অভিনয় করেছিলেন। বলি-স্টার সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এদিন বিকেলে, ইয়ারি রোড শ্মশানভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। পিছু ছাড়েনি বিতর্কও। উল্লেখ্য, ২০১৪ সালে, এক তরুণী মডেলকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই অভিনেতা। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে আন্ধেরির বাড়িতে আটকে রেখেছিলেন ইন্দর। সুযোগ নিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ধর্ষণের মামলায় জামিন পান ইন্দর কুমার শরাফ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vP7mLJ
July 28, 2017 at 07:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top