কলকাতা, ১১ জুলাই- রবিবারই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যারা রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক দুদিন পর, গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটের অশান্তির ছবি বলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রী নুপূর শর্মার বিরুদ্ধে কলকাতার দুটি থানায় মামলায় দায়ের হল। রিজেন্ট পার্ক থানায় ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়ও। বস্তুত, সোশ্যাল মিডিয়ার উসকানিমূলক পোস্টই যে বসিরহাটের অশান্তিতে ইন্ধন জুগিয়েছিল, তা বারবার বলে এসেছে পুলিশ। পুলিশে্র তরফে বারবার আবেদন জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনওরকম উসকানিমূলক পোস্ট লাইক বা শেয়ার করলে তার দায় সাধারণ মানুষেরই। এই প্রেক্ষাপটেই টুইটারে বিজেপি নেত্রী নুপূর শর্মার বেশ কয়েকটি পোস্টকে ঘিরে বিতর্ক হয়। বসিরহাটে অশান্তির প্রতিবাদে দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন শহরে সেভ বেঙ্গল স্লোগান তুলে প্রচারে নেমেছে বিজেপি। সম্প্রতি টুইটারে সেই সেভ বেঙ্গল এর কয়েকটি পোস্টার টুইট করেন বিজেপি নেত্রী নুপূর শর্মা। অভিযোগ, সেখানে ২০০২ সালের গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটে অশান্তির ছবি বলে উল্লেখ করা হয়। ক্যাচ নিউজ নামে একটি ওয়েবসাইট ওই বিজেপি নেত্রীর পোস্ট করা দুটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বসিরহাটের অশান্তিতে ঘি ঢালতেই এই ছবিগুলিকে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার বিজেপি নেত্রী নুপূর শর্মার বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হল কলকাতায়। Speak-up because it is already too late! Join in at 5 PM today at Jantar Mantar #SaveBengal #SaveHindus http://pic.twitter.com/QU5ZT1HkUt Nupur Sharma (@NupurSharmaBJP) July 8, 2017
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uaXy0h
July 12, 2017 at 06:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন