মুম্বাই, ১১ জুলাই- ভারতে অমরনাথ যাত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন অক্ষয় কুমার, হুমা কুরেশি, ফারহান আখতার থেকে শুরু করে হনশল মেহতা এবং মহেশ ভাটও৷ আর এবার অমরনাথ যাত্রীদের ওপর হামলার সমালোচনা করলেন শাহরুখ খানও৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে হামলার সমালোচনা করেন কিং খান৷ তিনি বলেন, যেভাবে নিরীহ প্রাণগুলিকে হত্যা করা হলো, তা অত্যন্ত দুঃখজনক৷মৃত এবং আহতের পরিবারের ওপর সমবেদনা রইল৷ পরিবারগুলি যেন সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারে, সেই প্রার্থনাই করেন বলিউডের বাদশা খান৷ তবে ধর্মে ধর্মে যাতে সম্প্রীতি বজায় থাকে, তা নিয়েও সরব হয়েছেন শাহরুখ খান৷ জব হ্যারি মেটস সেজলের প্রমোশনে হাজির হয়ে শাহরুখ খান বলেন, তাঁর বাড়িতে সব ধর্মের প্রার্থনাই হয়৷ মান্নতে (শাহরুখের বাড়ি) হিন্দু দেবদেবীর ছবি রয়েছে বলেও মন্তব্য করেন শাহরুখ খান। ভারতে অনেক ধর্ম রয়েছে। কিন্তু, ধর্মের আগে প্রয়োজন শান্তি এবং সম্প্রীতির। এআর/২২:২৭/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v8Fy3R
July 12, 2017 at 04:29AM
11 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top