মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি:: অবশেষে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার তাজ উল্লা মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়েরের ৫দিন পর সোমবার রাতে অভিযোগটি মামলায় অর্ন্তভূক্ত হয়েছে। রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান আসামি রেখে আরও দুইজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত ৫জুলাই নিহত মেম্বারের ছেলে ওয়াসিম আহমদ বাদি হয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলেন-রামপাশা ইউপি চেয়ারম্যান ও উপজেলার আমতৈল গ্রামের আবুল বশরের ছেলে মোহাম্মদ আলমগীর, ইউপি সদস্য ও উপজেলার ধলিপাড়া গ্রামের মৃত তেরাব উদ্দিনের ছেলে আবুল কাশেম ও জমসেরপুর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে গেদু মিয়া। ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম।
প্রসঙ্গত, গত ৩ জুলাই উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও ইউপি সদস্য ইমাম উদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মধ্যস্থকারী ইউপি সদস্য তাজ উল্লার মৃত্যু হয়। পরদিন ৪ জুলাই মেম্বার তাজ উল্লার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sMg7Er
July 11, 2017 at 09:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন