কলকাতা, ৩০ জুলাই- আনন্দবাজার পত্রিকার দেওয়া সম্মানা সেরা বাঙালি পুরস্কার ২০১৭ হাতে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য নড়াইল এক্সপ্রেস এই পুরস্কারে ভূষিত হন। শনিবার রাতে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে মাশরাফির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানটিতে মাশরাফির হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে একটি ভিডিও চিত্র দেখানো হয়। যেখানে মাশরাফি বিন মর্তুজাকে সৌরভ গাঙ্গুলির পর সবচেয়ে সফল বাঙালি অধিনায়ক হিসেবে অভিহিত করা হয়। মাশরাফিকে নিয়ে তৈরি ভিডিও চিত্রটিতে মাশরাফির পুরো ক্যারিয়ারের গল্পই তুলে ধরা হয়েছে। উঠে এসেছে নড়াইল এক্সপ্রেসের ছেলে বেলা, ক্রিকেটে নানা চড়াই-উৎরাই পাড়ি দেওয়ার গল্প। ভিডিওটির সূচনাতেই মাশরাফিকে নিয়ে বলা হয়-ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। ঝুলিতে ২৩২টি উইকেটে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে তিনিই সবচেয়ে সফল বাঙালি অধিনায়ক...। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এর আগে সেরা বাঙালির পুরস্কার পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলিও। বাংলাদেশের হাবিবুল বাশার সুমন, সাকিব আল হাসানও এই পুরস্কার পেয়েছেন। এছাড়া শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও পেয়েছেন এই পুরস্কার। মাশরাফিকে নিয়ে তৈরি ডিভিও চিত্রটিতে নিজের গল্প বলেছেন টাইগার অধিনায়ক। সেখানে ইনজুরির সঙ্গে বারবার তার লড়াই নিয়ে বলেন, আমার ক্যারিয়ারের শুরুতেই ইনজুরড হয়ে যাই। প্রথমবার অপারেশন করি বেঙালুরুতে। দ্বিতীয়বার ২০০৩ সালে আবার আমি ইনজুরড হই। তারপর থেকে আমি দীর্ঘ সময় খেলি। কিন্তু ২০০৮ সাল থেকে পরপর তিন-চার বার আমার ইনজুরি হয়। তবে আমি মানষিক ভাবে অনেক শক্ত ছিলাম। খেলাটার প্রতি অত্যান্ত ভালোবাসা ছিল। সব সময় চিন্তা করেছি ক্রিকেট না খেললে আমি কি করবো...। মাশরাফি অবশ্য ফিরেছেন। জয় করেও চলেছেন অবিরত। সেরা বাঙালির স্বীকৃতি তার বড় প্রমাণ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tTrUpi
July 30, 2017 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top