নয়াদিল্লী, ৩০ জুলাই- অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করার পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে বড় সার্টিফিকেট পেয়ে গেলেন হার্দিক পাণ্ডে। গলে টেস্ট জয় করে উঠে বিরাট কোহলি বলে দিলেন, হার্দিকের পক্ষে বেন স্টোকস হয়ে ওঠার ক্ষমতা আছে। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, হার্দিকের ওপর আমার অনেক ভরসা আছে। যে কোনও ফরম্যাটের ক্রিকেটেই ও খুব ভালো খেলতে পারে। সে ক্ষমতা ওর মধ্যে আছে। এর পরেই ভারত অধিনায়ক যোগ করে বলেন, ইংল্যান্ডের বেন স্টোকসকে দেখুন। দলের মধ্যে কতটা ভারসাম্য নিয়ে এসেছে স্টোকস। এই জিনিসটা আমাদের দরকার। একজন অলরাউন্ডার। আত্মবিশ্বাস বাড়লে হার্দিক কিন্তু এই জায়গাটায় পৌঁছতে পারে। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ছাড়াও দ্বিতীয় ইনিংসে হার্দিকের বোলিংয়ে খুশি বিরাট। তিনি জানান, প্রথম ইনিংসে হার্দিক সে ভাবে বল করার সুযোগ পায়নি। দ্বিতীয় ইনিংসে সুযোগটা কাজে লাগিয়েছে। উইকেটে পেসারদের জন্য কিছু ছিল না। তাও লাইন-লেংথ ঠিক জায়গায় রেখেছে ও। বাউন্সারটাও ভাল কাজে লাগিয়েছে। ১৩৫ কিলোমিটার গতিতে ও বল করে। ওর মতো খেলোয়াড় দরকার টিমে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u9aRL9
July 30, 2017 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top