কুমিল্লা সিটি নির্বাচনে অনিয়মে ভোটকেন্দ্র ইনচার্জের শাস্তি

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছিলো দু’টি কেন্দ্রে। ঘটনার তদন্ত করে দায়িত্বপালনে অবহেলা পাওয়ায় আইজিপিকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ইনচার্জের (পুলিশের এএসআই) বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ অনুযায়ী, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাবিব মো. হালিমুজ্জামান আইজিপিকে পাঠিয়েছেন। যার একটি অনুলিপি মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহকেও দেওয়া হয়েছে। এর আগে তদন্ত করে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় ইসি।

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ এর ৫ ধারায়, দায়িত্বে অবহেলাকারীকে সাময়িক বরখাস্ত বা অপসারণের বিধান রয়েছে।

ইসির উপসচিব নুরুজ্জামান তালুকদার কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ মার্চ।

The post কুমিল্লা সিটি নির্বাচনে অনিয়মে ভোটকেন্দ্র ইনচার্জের শাস্তি appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tcuW3F

July 18, 2017 at 10:39PM
18 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top