পাহাড় ইশ্যু নিয়ে দুই রাজ্যে রিপোর্ট পাঠাবে মোর্চা

কালিম্পং, ১৮ জুলাইঃ পাহাড়ে চলমান অশান্তির পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও সিকিমের মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠানোর কথা জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার কালিম্পংয়ে সর্বদলীয় বৈঠকের পর একথা জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সহ সভাপতি কল্যাণ দেওয়ান। এদিন বৈঠকে পাহাড়ের বন্‌঩ধ নিয়েও আলোচনা হয়। তবে বন্‌ধ শিথিল করা হচ্ছে না বলে জানিয়ে দেয় মোর্চা।

মোর্চার তরফে আরও জানানো হয়, পাহাড়ে বন্‌ধ চলবে। পরবর্তী সর্বদলীয় বৈঠক ১ আগস্ট দিল্লিতে করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u5pD7m

July 18, 2017 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top