ঢাকা, ০৭ জুলাই- সাম্প্রতিক সময়ে মোটেও ফর্মে নেই বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। তিন নম্বর পজিশনে একদমই সুবিধা করতে পারছেন এই ক্রিকেটার। তাই তাকে নিয়ে ভাবতে হচ্ছে কোচকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে নিজেকে চেনাতে পারেননি সাব্বির। গুরুত্বপূর্ণ তিন নম্বরে পজিশনে যেন মানাতেই পারছেন না। তবে এখনি হাল ছেড়ে দিতে চান না সাব্বির। তিন নম্বর পজিশনের আদর্শ ব্যাটসম্যান হতে চান। এই ক্রিকেটার বলেন, আমার প্রধান লক্ষ্য তিন নম্বর পজিশনের জন্য আদর্শ ব্যাটসম্যান হওয়া ও দলে অবদান রাখা। আমি অনেক পরিশ্রম করবো যেন দ্রুত আউট না হয়ে বড় ইনিংস খেলতে পারি। নিজের সমস্যা চিহ্নিত করতে পেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, আমার দ্রুতগতির ও সুইং বলে মোকাবিলা করতে সমস্যা হচ্ছে। আশাকরি দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজেকে প্রস্তুত করতে পারবো। আশাকরি দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tZRQPw
July 08, 2017 at 02:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন