রায়গঞ্জ, ৫ জুলাইঃ মঙ্গলবারের খুনের ঘটনার জেরে বুধবার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় ভাঙচুর চালাল মৃতের অনুগামীরা। এদিন সকাল সাতটা নাগাদ এফসিআই মোড়ের সবজি ও মাছ বাজারের দোকানিদের বেধড়ক মারধর করে তাদের দোকান ঘর ভেঙে দেওয়া হয়। এরপর মোহনবাটি বাজারে সবজি, মাছ, মাংস রাস্তায় ফেলে দেওয়া হয়। একের পর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। এই মুহূর্তে রায়গঞ্জ শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ। এক প্রকার অঘোষিত বনধ। পুলিশ সুপার অমিত কুমার ভরতরাঠোর বলেন, খুনের ঘটনায় এক জনকে গ্ৰেফতার করা হয়েছে। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হয়েছিলেন টিঙ্কুয়া ঠাকুর নামে ওই ঠিকাদার। তিনি স্থানীয় ডিপিএস ক্লাবের সদস্য ছিলেন। এদিন সকাল থেকে ওই ক্লাবের সদস্যরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ শহর জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও র্যাফ। ওই ব্যক্তির মৃতদেহ এদিন দুপুর বারোটা নাগাদ রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে কড়া পুলিশি পাহারায় ময়নাতদন্ত হয়। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়নি পুলিশ। পুলিশের বক্তব্য শহরে ব্যাপক উত্তেজনা আছে সে কারণে মৃতদেহ বিকালের দিকে দেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sEYaMb
July 05, 2017 at 02:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন