কালিম্পংয়ে তৃণমূল কার্যালয়ে হামলা

কালিম্পং, ৫ জুলাইঃ ফের উত্তপ্ত কালিম্পং। বুধবার দুপুরে গোর্খা জনমুক্তি মোর্চার মিছিল শহর পরিক্রমা করার সময় মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগানোর চেষ্টা হয় বলে অভিযোগ। ওই ভবনের তিন তলায় তৃণমূলের অফিস হলেও নীচতলায় পুলিশের অস্থায়ী ক্যাম্প রয়েছে। আগুন দেখে পুলিশ ক্যাম্প থেকে বের হতেই তাদের ওপরে ইট, পাথর বৃষ্টি শুরু করে জনতা। এই ঘটনায় তিন পুলিশ কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মোটর স্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) অফিস এবং টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় অফিসের একাধিক কম্পিউটারও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tom63o

July 05, 2017 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top