সুরমা টাইমস ডেস্ক: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রকাশে সরকারকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (২ জুলাই) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধির গেজেট প্রকাশের ধার্য দিন ছিল আজ। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আপিল বিভাগে আবারও সময় আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ সময় দিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার উদ্দেশে সর্বোচ্চ আদালত বলেন, ‘এটাই শেষ সুযোগ’।
প্রসঙ্গত, এর আগেও এ সংক্রান্ত গেজেট প্রকাশে কয়েক দফা সময় নিয়েছিল সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় এর আগে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকেও তলব করেছিলেন আপিল বিভাগ।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে এ রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uxKhfm
July 02, 2017 at 05:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন