নয়া দিল্লি, ০২ জুলাই- ধোনি-কোহলি ও শচীনরাও যা করে দেখাতে পারেনি, সেটাই করে দেখালেন রবীন্দ্র জাদেজার! এমনটা তিনি গর্ব করে বলতেই পারেন! কারণ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে যা করে দেখালেন তিনি, তার নজির আগে নেই। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে মোবাইল প্ল্যাটফর্মে জাদেজা লঞ্চ করলেন নিজের নামাঙ্কিত অ্যাপ। মার্কিন এক তথ্যপ্রযুক্তি সংস্থা এসকেপ-এক্সএর সঙ্গে গাঁটছড়া বেঁধে জাদেজা নিজের অ্যাপ আনলেন ডিজিটাল দুনিয়ায়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তিনি নিজের অ্যাপ আনার কথা ঘোষণা করেন। এই অ্যাপের মাধ্যমে ক্রিকেট ভক্তরা সরাসরি জাদেজার সোশ্যাল অ্যাকাউন্ট গুলি যেমন দেখতে পারবেন, তেমনই সহজে তারকা ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এই অ্যাপে পুশ নোটিফিকেশন, জাদেজার বিভিন্ন ভিডিও, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, সাবস্ক্রিশন সার্ভিসের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার উপভোগ করার সুবিধা রয়েছে। এসকেপ-এক্সএর সিইও সেফি শাপিরা জানান, ভারতের জাতীয় দলের তারকা এবং বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা গর্বিত। ভারতীয় ভক্তদের মধ্যে জাদেজার জনপ্রিয়তা প্রশ্নাতীত। এই অ্যাপের মাধ্যমে জাদেজার সঙ্গে ফ্যানেরা সহজে যেমন যোগাযোগ করতে পারবেন, তেমনই ওর নিজস্ব দুনিয়ার বিষয়েও অনেক কিছু জানতে পারবেন। জাদেজা নিজের অ্যাপের কথা বলতে গিয়ে জানান, ভক্তদের সঙ্গে আরও কাছাকাছি আসার মাধ্যম হিসেবে এই অ্যাপ একদম ঠিকঠাক পদ্ধতি। আমার বিষয়ে ফ্যানেরা আরও বেশি ইনভলভড হতে পারবে। এ আর/১৭:০৫/০২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tEi0Yd
July 02, 2017 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top