ইসলামাবাদ, ১০ জুলাই- আপনি অস্ট্রেলিয়ায় গেলেন। সিডনির রাস্তায় একটা ক্যাবকে হাতের ইশারায় ডাকলেন। ক্যাবে উঠতে গিয়ে মনেহলো ক্যাবচালককে কোথাও না কোথাও দেখেছেন। ঠিক মনে করতে পারছেন না। আবার মনেহলেও বিশ্বাস হচ্ছে না। তবে হ্যাঁ যা দেখছেন তা সত্য। মানে, আপনি যে ক্যাব ডেকেছেন তার চালক আরশাদ খানই। এখন ক্যাব চালিয়ে ভাত খান পাকিস্তানের আরশাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটে খেলোয়াড়। ব্যাপারটা হয়তো কাকতালীয় কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে এমনই। সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের আরশাদ খান সবচেয়ে বেশি দুর্ভাগা। ডানহাতি ব্যাটসম্যান ও ব্রেক বোলার ছিলেন তিনি। দলের জন্য মোটামুটি কার্যকরী ভূমিকাও রেখেছিলেন। তবে দল থেকে বাদ পড়ার পর আর দলে ফিরতে পারেননি তিনি। পরে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান নতুন করে জীবন শুরু করার জন্য। তিনি বর্তমানে সিডনির রাস্তায় ক্যাব চালান এবং একজন ক্যাব চালক হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছেন। যারা একবার জাতীয় ক্রিকেট দলে খেলেতারা হাজার হাজার মানুষের কাছে নায়ক হয়ে যায়। এটা আসলে মুখ্য বিষয় না যে সে নিজেকে কিংবদন্তী তূল্য ক্রিকেটারে পরিণত করতে পেরেছে, নাকি এক ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়ল। আর উপমহাদেশে তো ক্রিকেটারদের অন্য রকম মূল্যায়ন করা হয়। একবার জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও পাবলিক ফিগারে পরিণত হন। যাই হোক মানুষের ভাগ্য কখন কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। দেখা গেলো হঠাৎ করেই ক্রিকেটে এসে সবার মন জয় করে নিয়েছেন। হয়তো অল্প কিছুদিন আগেও কেউ তাকে চিনতো না। সব কিছু আসলে কপাল।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t4W7wd
July 10, 2017 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top