ঢাকা, ৩১ জুলাই- অঞ্জনা বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। শুরুতে নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেন। পরে ১৯৭৬ সালে শামসুদ্দীন টগর পরিচালিত দস্যু বনহুর সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। অঞ্জনা প্রায় ১০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। তবে একক নায়িকা হিসেবে তাঁর ছবির সংখ্যা সামান্য। দীর্ঘ ফোনালাপে প্রতিনিধির কাছে অতিতের দিন গুলির কথা ভেবে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। বর্তমান বাংলা ছবির এই বিপর্যয় কেন জানতে চাইলে অঞ্জনা বলেন, বিগত সময় সিনেমার মধ্যে অশ্লীল ছবি দিয়ে আমাদের দর্শকদের রুচি নষ্ট করে ফেলেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আর নিজেদের পকেট ভারি করেত গিয়ে আজ তারা পুরো চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েছে। যার প্রভাব আজও কাটিয়ে উঠতে পারেনি ঢাকায় চলচ্চিত্র। তিনি বলেন, আমাকে অনেকে আছে বলেন যে, অঞ্জনা তোমাদের সিনেমায় অশ্লীল দৃশ্য কেন? আগের মত ছবি কেন দেখা যায় না। এখন আর সামাজিক ছবি নির্মান হচ্ছে না। এখন যে সব ছবি তৈরি হচ্ছে তা কপি ছবি। আর একটা মূল কারন আমাদের সিনেমা সফল না হওয়ার পিছনে আছে বলে আমি করি তা হচ্ছে, বড় পর্দায় অভিনেতা-অভিনেত্রীরা ছোট পর্দায় কাজ করেন। যাতে করে খুব সময় ঘরে বসেই বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাচ্ছেন আর তখনই হলে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। আমি ছোট পর্দাকে অসম্মান করছি না বরং বাংলা চলচ্চিত্রকে বাঁচানোর দাবি জানাচ্ছি। আর/১৭:১৪/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vkMUFT
July 31, 2017 at 11:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন