পুলিশ ক্লিয়ারেন্স পেতে ভোগান্তি কমেছে

সুরমা টাইমস ডেস্ক : পুলিশ ক্লিয়ারেন্স পেতে ভোগান্তি কমেছে। আগে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পুলিশের নানা দপ্তরে দৌড়ঝাঁপ করতে হতো। কিন্তু এখন পুলিশের একটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে পাওয়া যায় এই সনদ।

বিদেশে ভ্রমণে বা বিদেশে অবস্থানকারী বাংলাদেশিদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। ম্যানুয়েল পদ্ধতিতে আবেদন করে এই সনদ যোগাড় করা ছিল বিরাট ভোগান্তি। কমিশনার বা এসপি অফিসে গিয়ে আবেদন করা ছাড়া উপায় ছিল না মানুষের। সেখানে যাতায়াত ছাড়াও নানা ভোগান্তি হতো মানুষের।

কিন্তু চলতি বছরের ১৫ জানুয়ারি শুরু হয় অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার সেবা। ওইদিন বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম দেশব্যাপী চালু করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশের এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ বলছে, তথ্য প্রযুক্তির ব্যবহার সব ক্ষেত্রেই মানুষের জীবনকে আরও সহজ করছে। কমাচ্ছে ভোগান্তিও। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রেও এমনটা হবে বলে আশাবাদী বাহিনীটি।

তবে এখনও এই সেবা সেভাবে প্রচার পায়নি। ফলে একটি বড় অংশের মানুষ মানুষ আগের মতই স্বশরীরে গিয়ে আবেদন করছে। তবে ধীরে ধীরে এই সংখ্যাটি কমে আসবে বলে ধারণা করছে বাহিনীটি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সহেলী ফেরদৌস ঢাকাটাইমসকে বলেন, ‘এখন সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায়। শুধু যখন পুলিশ আপনার ঠিকানা যাচাই বাছাই করতে যায় তখন শুধু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’

পুলিশ ক্লিয়ারেন্স পেতে হলে যা করতে হবে

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। সেগুলো হলো, আবেদনকারীর পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যেকোনও একটি অবশ্যই সংশ্লিষ্ট মহানগর কিংবা জেলা পুলিশের আওতাধীন এলাকায় থাকতে হবে। আবেদনকারীকে বা যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, তাকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vXE4uz

July 31, 2017 at 06:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top