অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আমেরিকা

aআমেরিকা :: চলতি ২০১৭ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে নতুন রেডর্ক করতে যাচ্ছে আমেরিকা। নতুন এক তথ্য অনুসারে দেশটি এ বছর ছয় হাজার ৯০০ কোটি ডলার কিংবা তারও বেশি অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারে। ২০১২ সালে আমেরিকা ছয় হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল।

চলতি বছর এরইমধ্যে মার্কিন কংগ্রেস পাঁচ হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

‘কাউয়েন ওয়াশিংটন রিসার্চ’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রোমান শুয়েজার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের সময় যে সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন তাও এর সঙ্গে যুক্ত হবে এবং সাকুল্যে তা নতুন রেকর্ড হতে যাচ্ছে।

শুয়েজার বলেন, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে  ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তার মুখে তারা অস্ত্র  বিক্রি জোরদার করেছে। এর মধ্যে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ইউরোপ বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র কেনা বাড়িয়েছে, তেমনি চীনকে মোকাবেলার জন্য পূর্ব এশিয়ার কিছু দেশ মার্কিন অস্ত্র কিনছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বিশাল বাজেটের মার্কিন অস্ত্র কিনছে। অস্ত্র কেনার তালিকায় রয়েছে কুয়েত, ওমান এবং কাতারও।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tt1f0x

July 08, 2017 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top