অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হয়: প্রধানমন্ত্রী

aঢাকা::

ভবিষ্যতের উন্নতির জন্য অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‌‘অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হয়। এই দেশের মানুষের ভাগ্যে বারবার কি এসেছে, কি দেখেছে, এরপর কি দেখা গেল তা জানতে হয়।’

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে উন্নয়নের ধারা ব্যাহত হয়। দেশের মানুষের যে উন্নতি হওয়ার কথা ছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। একই সঙ্গে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের সহায়তায় এলিট শ্রেণি গড়ে ওঠে। তাদের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখরকারীরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, দখলকারীরা  ক্ষমতায় টিকে থাকার জন্য রাজপথে আন্দোলন করা আওয়ামী লীগ ও দলটির অনুসারিদের উপর অত্যাচার-নির্যাতন চালায়। তাই অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ অতীতের শিক্ষা ছাড়া ভবিষ্যতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর অত্যাচারের কথাও মনে রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যা দেশের মানুষের কথা চিন্তা করে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sRHPUI

July 08, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top