লন্ডন, ২৩ জুলাইঃ মহিলা বিশ্বকাপ ফাইনালে আজ লর্ডসে ব্রিটেনের মুখোমুখি উইমেন ইন ব্লু। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট টিম। এর আগে ২০০৫ সালে ফাইনালে খেলেছিল তাঁরা।
টুর্নামেন্টের শুরুতেই হারিয়েছিল ব্রিটিশ দলকে। আজ অন্তিম ম্যাচ তথা ফাইনালেও প্রথম দিনের সেই স্পিরিটকে জিইয়ে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া।
প্রয়োজনে মহিলা ক্রিকেট টিমের প্রত্যেকেরই কেউ না কেউ অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন টিমের স্বার্থে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতের অপরাজিত ১৭১ মহিলা ক্রিকেটের ইতিহাসে ঢুকে গিয়েছে। তা ছাড়া সকলের ওপর রয়েছেন অধিনায়ক মিতালি রাজ। ৮টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৯২ রান। এছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখান বাঁ হাতি স্মৃতি মন্ধানা, যাকে তুলনা করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
আজ ফাইনাল। মিতালি রাজ বা হরমনপ্রীতের ব্যাট থেকে বড়ো রানের আশায় রয়েছে গোটা দেশ। পাশাপাশি ঝুলন গোস্বামীর থেকেও প্রত্যাশা অনেক। মোদ্দা কথা আজ ইতিহাস গড়ার লক্ষ্যে লর্ডসে নামতে চলেছেন ভারতের মহিলা ক্রিকেট টিম। টিভির পর্দা থেকে চোখ সরানো আজ কঠিন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vMQg0z
July 23, 2017 at 02:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন