বিমল-রোশন-বিনয়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দার্জিলিং ব্যুরো, ২১ জুলাইঃ গোর্খা জনমুক্তি মোর্চার তিন শীর্ষ নেতা বিমল গুরুং, রোশন গিরি এবং বিনয় তামাংয়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিআইডি। ১৭ জুন সিংমারিতে মোর্চা-পুলিশ সংঘর্ষে তিনজনের মৃত্যুর তদন্তের সূত্র ধরেই সিআইডি মোর্চা নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। সিআইডি সূত্রেই জানা গিয়েছে, বিমলের অ্যাকাউন্টে ১০ লক্ষ ৫৮ হাজার, রোশনের অ্যাকাউন্টে ৯ লক্ষ ৪৭ হাজার এবং এবং বিনয়ের অ্যাকাউন্টে ৫ লক্ষ ৪০ হাজার টাকা রয়েছে। ওই অ্যাকাউন্টগুলি থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না তাঁরা। অ্যাকাউন্টগুলি থেকে গত কয়েক মাসে কোন খাতে কত টাকা লেনদেন হয়েছে, সেসব খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

এদিকে গত ১৬ জুলাই থেকেই পাতলেবাসে আর দেখা যাচ্ছে না মোর্চা সুপ্রিমোকে। যে বিমল গুরুং প্রায় নিয়ম করে প্রতিদিন কোনো না কোনো রাজনৈতিক কর্মসূচিতে পাহাড় চষে বেড়াচ্ছিলেন বা সাংবাদিক বৈঠক করছিলেন, জন্মদিনের আগের সন্ধ্যা থেকেই তিনি কার্যত নিখোঁজ। মোর্চা নেতারা প্রকাশ্যে বলছেন বিমল পাতলেবাসেই আছেন। আবার আড়ালে কেউ কেউ তাঁর দিল্লি যাওয়ার জল্পনা উসকে দিচ্ছেন।

প্রথমে গুরুংয়ের আড়ালে চলে যাওয়া এবং তার পরপরই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনার মধ্যে যোগসূত্রও খুঁজছেন কেউ কেউ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ugg32V

July 21, 2017 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top