নয়াদিল্লী, ২১ জুলাই- নির্বাসিত হওয়ার ইঙ্গিত ছিলই। এবার তাতেই সিলমোহর পড়ল৷ দ্বিতীয়বারেও ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না জাতীয় স্তরের অ্যাথলিট মনপ্রীত কৌর। ডোপ কেলেঙ্কারিতে নাম জড়ানোয় নির্বাসিত করা হল তাঁকে৷ যার ফলে আগামী মাসে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হচ্ছে না এই শটপাটারের। চলতি মাসেই ওড়িশায় আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন শটপাটার মনপ্রীত৷ আর তারপরই ওঠে অভিযোগ৷ জানা যায়, গত মাসে পাটিয়ালায় ফেডারেশন কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপের আগে অ্যাথলিটদের ডোপ টেস্ট করেছিল নাডা (জাতীয় ডোপবিরোধী সংস্থা)৷ তখনই তাঁর শরীর থেকে নিষিদ্ধ ডাইমিথাইলবিউটিলামাইন পাওয়া যায়৷ জানানো হয়েছিল, দ্বিতীয় নমুনা পরীক্ষার পর তাঁর নির্বাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ বৃহস্পতিবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের (এএফআই) তরফে জানিয়ে দেওয়া হল দ্বিতীয় টেস্টেও ফেল করেছেন তিনি৷ গত ২৪ এপ্রিলে জিংহুয়ায় অনুষ্ঠিত এশিয়ান গ্রাঁ প্রি-র প্রথম লেগের সময় মনপ্রীতের মূত্রের এ নমুনা নেওয়া হয়েছিল৷ তাতেও পাস করেননি তিনি৷ সেখানেও মিলেছে সেই একই নিষিদ্ধ দ্রব্য৷ এএফআই-এর প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা বলেন, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল মনপ্রীতকে৷ আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন না তিনি৷ এমন অভিযোগের ফলে ভুবনেশ্বরে জেতা সোনার পদকও ফিরিয়ে দিতে হতে পারে তাঁকে৷ ফেড কাপ ও সদ্য সমাপ্ত আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা ঝুলিতে ভরে দেশের মুখ উজ্জ্বল করেছেন মনপ্রীত৷ জিংহুয়ায় এশিয়ান গ্রাঁ প্রি মিটের মঞ্চে ১৮.৮৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ডও গড়েছিলেন৷ সোনা জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছিলেন৷ কিন্তু তারপরই ডোপ কলঙ্কে নাম জড়ালো তাঁর৷ ফলে ফের একবার মাথা নত হল দেশের ক্রীড়া ক্ষেত্রের৷ উল্লেখ্য, এই প্রথম কোনও অ্যাথলিটের শরীরে ডাইমিথাইলবিউটিলামাইন পাওয়া গেল৷ যার প্রতিক্রিয়া অনেকটা মিথাইলহেক্সানামাইনের মতো৷ ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ওই নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগ উঠেছিল৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vGXYck
July 21, 2017 at 04:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন