আনন্দচন্দ্র কলেজের হস্টেলের ছাত্রীরা অনশনে

জলপাইগুড়ি, ২৮ জুলাইঃ হস্টেলে খাবারের দাম বাড়ানো হয়েছে। রক্ষণাবেক্ষণ বাবদ যে টাকা নেওয়া হচ্ছে সেটাও বেশি। এসব কমানোর দাবিতে শুক্রবার সকাল থেকে অনশনে বসল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ (বিজ্ঞান)-এর হস্টেলের আবাসিক ছাত্রীরা। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় ৫০ জন ছাত্রী অনশনে বসেছে। ছাত্রীদের আরও অভিযোগ, পানীয় জল, বিদ্যুৎ সহ নানা সমস্যা রয়েছে হস্টেলে। সেসব সমাধান করা হয় না। উলটে, নামমাত্র পরিসেবা দিয়ে চার্জ বাড়ানো হয়েছে। এসব অভিযোগে হস্টেল সুপারের সামনেই অনশনে বসেন ছাত্রীরা। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবজিৎ সরকার ছাত্রীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
ছবিঃ অনশনে বসেছেন আনন্দচন্দ্র কলেজের ছাত্রীরা। — সুবীর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tOqWdH

July 28, 2017 at 10:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top