নয়াদিল্লি, ১১ জুলাইঃ অমরনাথের পথে জঙ্গি হামলার পিছনে হাত রয়েছে লস্কর-ই –তৈবার। পাক সন্ত্রাসবাদী ইসমাইল ষড়যন্ত্রের মূল চক্রী। কাশ্মীর পুলিশের আইজি মুনির খান এক সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছেন। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ অনন্তনাগের বাতিঙ্গুতে পুলিশের একটি বাংকারে হামলা চালায় জঙ্গিরা। সেখান থেকে পালটা গুলি চলতেই তারা পালিয়ে গিয়ে খান্নাবালে পুলিশের আরেকটি চৌকিতে হামলা করে। এবার পুলিশ গুলি চালাতেই জঙ্গিরা বেপরোয়াভাবে চারদিকে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। সেই সময়ই অমরনাথ যাত্রীদের নিয়ে একটি বাস ওই জায়গায় এসে পড়ে। জঙ্গিরা বাস লক্ষ্য করে গুলি চালাতেই অন্তত সাত জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। পুলিস সহ অন্তত ১৫ জন আহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন গুজরাতের প্রজাপতি চম্পাবেন, হাসুবেন রতিলাল প্যাটেল, শুক্রাবেন, লক্ষ্মীবেন, রতন জিনাভাই প্যাটেল এবং মহারাষ্ট্রের বাসিন্দা ঠাকুর নির্মলা ভারত ও উষামোহনলাল সোনকর। জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, মঙ্গলবার সকালেই বিএসএফ-এর বিশেষ এয়ারক্রাফটে নিহতদের দেহ ও আহতদের নয়াদিল্লি নিয়ে যাওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tCobul
July 11, 2017 at 10:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন