বিতর্কিত বলিউড আইটেম গার্ল রাখী সাওয়ন্তের দিক থেকে কিছুতেই সরছে না মিডিয়ার চোখ। বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এবার সোজা সাপ্টা ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাটের বিরুদ্ধে অভিযোগ তুলে বসলেন এই বলিউড আইটেম গার্ল। এই আইটেম গার্লের অভিযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ফাইনালের আগের রাতে বিরাট কোহলি মাত্রাতিরিক্ত মদ পান করেছেন, মাত্রাতিরিক্ত ধুমপানও করেছেন। যার ফলেই বিরাটের দল ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছিলো। ফার্স্টপোস্ট নামের একটি ম্যাগাজিনে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে এই অভিযোগগুলো তুলে ধরেন রাখি সাওয়ন্তে। সেই সাক্ষাৎকারে তিনি বিরাটের উদ্দেশ্যে বলেন, তোমার কি সমস্যা বিরাট? ব্যাপারটাতো পুরো দেশকে নিয়ে, যে কিনা তোমাকে ভালোবাসে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বহু মানুষ বাজি ধরেছিলো। অনেক মানুষ এই বাজিতে হেরে গেছে। একটা অনুমান ছিলো যে ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে। আমাদের কখনও চিন্তায়ও ছিলো ভারত ১৮০ রানে হারবে! বিরাটসহ পুরো দলের উদ্দেশ্যে তিনি আরও বলেন,পুরো দল সারা রাত নেচেছে, তারা মদ পান করেছে। পরের দিন আপনি কিভাবে ফুসফুসের কার্যকরিতা আশা করেন? আপনার লিভার এবং ফুসফুস যদি কাজই না করে তবে কিভাবে রান করবেন? কোহলির উদ্দেশ্যে কড়া ভাষায় কথা বলে রাখি আরও বলেন,বিরাট আমাকে নিশ্চিত করো তুমি কম মদ খেয়েছো, কম ধুমপান করেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অধিনায়কের দায়িত্ব দাও। আমি তোমার চোখকে এদিক ওদিক সরতে দেবো না, তুমি শুধু ক্রিকেটই খেলবে। গত শনিবার বিতর্কিত বলিউড আইটেম গার্ল রাখী সাওয়ন্তের জামিন ফের খারিজ করল লুধিয়ানার আদালত। নতুন করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাখীকে জামিন দেওয়ার একদিনের মধ্যে তা খারিজ করা হয়েছে। আগামী ৭ আগস্টের মধ্যে রাখীকে আদালতে হাজির করানোর নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকলের নজর এড়াতে বোরকা পরে আদালতে আসেন রাখী। ঋষি বাল্মিকীর সম্পর্কে গতবছরে এক টিভি শো-এ উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন। ফলে বাল্মিকী সম্প্রদায়ের লোকজন আঘাত পেয়েছেন বলে আদালতে অভিযোগ জানিয়ে মামলা হয়। সেই মামলায় বারবার ডেকে পাঠানো সত্ত্বেও রাখী না আসায় গত মার্চ মাসে পরোয়ানা জারি হয়। তারপরও তিনি লুধিয়ানায় না আসায় মুম্বাই গিয়ে তাকে গ্রেফতার করে আনে পাঞ্জাব পুলিশ। তারপর জামিন পেয়ে গেলেও ফের তা খারিজ করে নতুন করে পরোয়ানা জারি হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ভিডিওটির লিংক: http://ift.tt/2u2vtZv



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sJQaFH
July 11, 2017 at 02:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top