শ্রীনগর, ১২ জুলাইঃ অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার নেপথ্যে স্থানীয় লস্কর-ই-তৈবা নেতা আবু ইসমাইলেরই হাত রয়েছে বলে নিশ্চিত তদন্তকারী অফিসাররা। এই জঙ্গি নেতারই খোঁজে জোর তল্লাশি শুরু করেছেন গোয়েন্দা ও পুলিশ।
২৬ বছরের ইসমাইল লস্কর জঙ্গি আবু দুজানার উত্তরসূরি বলে জানিয়েছে পুলিশ। এরা পাকিস্তানের বাসিন্দা। কাশ্মীরে সন্ত্রাস হামলার সঙ্গে যুক্ত। এমনকি কাশ্মীরি যুবকদের জেহাদে দীক্ষিত করার কাজও করত ইসমাইল।
অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনায় ইসমাইলের সঙ্গে স্থানীয় দু-তিনজন ছিল। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ইসমাইল এবং তার দুই সঙ্গীকে শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে লস্করের পাশাপাশি এই হামলায় হিজবুলের হাত থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tIh0RA
July 12, 2017 at 07:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন