সিলেটে আইনজীবীদের পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টি.এম মুহী উদ্দীন (মাহি) এডভোকেটের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা জজশিপ ও সিলেট কালেক্টরেটের অধীনে সকল আদালতে আইনজীবীদের পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় আদালত পাড়া থেকে মৌন প্রতিবাদ মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভা শেষে আবার মৌন প্রতিবাদ মিছিলটি আদালত পাড়ায় এসে সমাপ্ত হয়। সভায় এবং প্রতিবাদ মিছিলে সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ জানান, সমিতির সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন (মাহি) গত ২৬শে জুন পবিত্র ঈদুল ফিতরের দিন তার নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সভায় বক্তরা সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য টি.এম. মুহি উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নিন্দা, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টি.এম. মুহী উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩ জুলাই সিলেট জেলা জজশীপ ও সিলেট কালেক্টরেট এর অধীনে সকল আদালত আইনজীবীদের পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়। গত বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুর ২টায় সমিতির ২ নম্বর হলে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভা থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tE4McX

July 03, 2017 at 09:24PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top