সিলেটে দুই শত বছরের পুরনো ৩টি শীলা চুরি।

সুরমা টাইমস ডেস্ক: দুই শত বছরের পুরনো ৩টি শীলা চুরি হওয়ার ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে আগাত লেগেছে। ৩০ জুন সকালে ঠাকুরকে প্রনাম করতে গিয়ে গেইট খুলতেই পাড়ার দুজন মহিলার চোখে বিষয়টি ধরা পড়েছে।
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার সংলগ্ন বাছাইর পার শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর তলায় এ চুরির ঘটনা ঘটেছে।
শীলা গুলো চুরি হওয়ার ঘটনায় বাছাইর পার গ্রামের প্রদীপ দেব স্বাক্ষরিত ১লা জুলাই জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ও শীলা গুলো কেউ নিতে সাহস করেনি, সে সময়ও শীলা গুলো রক্ষিত ছিল।
গ্রামবাসী দূঃখ প্রকাশ করে বলেন শীলা গুলো তাদের পূজার স্থান এবং দেশের প্রত্নতাত্বিক সম্পদ ছিল। এগুলো চুরি হওয়ায় অন্তরে আঘাত লেগেছে। শীলা গুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t9SQ23

July 03, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top