কলকাতা, ২৪ জুলাই- আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি, কালিকা প্রসাদ ভট্টাচার্যের অনবদ্য সৃস্টি এবার অন্য রূপ পেতে যাচ্ছে। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র। সঙ্গে আছে দোহার। আর গানটি থাকছে ভুবন মাঝি অ্যালবামে। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে তৈরি এই ছবির গানগুলো নিয়ে আসছে অডিও অ্যালবাম। মূল ছবিতে আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি গানটি গেয়েছেন কালিকা প্রসাদ ও দোহার। ভুবন মাঝি ছবির পরিচালক ফাখরুল আরিফিন খান এখন আছেন কলকাতায়। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, গানটি দুই দেশেই সমান জনপ্রিয়তা পেয়েছে। এই দিকটি বিবেচনা করে এবার গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র। তিনি আরও জানান, ভুবন মাঝি চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল, তাই ওই সময় ছবির গানগুলো অ্যালবাম আকারে বের করা সম্ভব হয়নি। এবার একটু সময় নিয়ে অ্যালবামটি তৈরি করেছেন। গত ২১ জুলাই শুক্রবার কলকাতার স্টুডিও ভাইব্রেশনে আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র। এবার গানটির সংগীতায়োজন করেছেন জয় সরকার। ভুবন মাঝি অ্যালবামে থাকছে ফুলে ফুলে, ধন্য ধান্য পুষ্প ভরা, আমার সোনার বাংলা, বোতলে পুরেছি, পদ্মা নদীর নৌকা ভিড়লো, আমি তোমারই নাম গাই গানগুলো। ছবির সবকটি গানের সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। আগামী ১১ আগষ্ট আসছে ভুবন মাঝি ছবির গানের অ্যালবাম। ওই দিন কলকাতার গোর্কি সদন মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানটি আয়োজন করছে গানের দল দোহার আর আইজেনস্টাইন ফিল্ম সোসাইটি। সহযোগিতায় আছে ফ্রেন্ডস অব বাংলাদেশ। অনুষ্ঠানে ভুবন মাঝি সিনেমাটি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, মেজর (অব.) শামসুল আরেফিন, আর ভুবন মাঝি ছবির শিল্পী ও কলাকুশলীরা। ভুবন মাঝি ছবিটি মুক্তি পেয়েছে গত ৩ মার্চ। আর গানের দল দোহারের সদস্য ও সংগীতশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন গত ১১ মার্চ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tCOfr1
July 24, 2017 at 05:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন