নয়াদিল্লি ও কলকাতা, ২৪ জুলাইঃ সোমবারই দিল্লি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি পদে শপছ নেবেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি পদে তিনি নির্বাচিত হওয়ার পর মমতাই তাঁকে প্রথম অভিনন্দন জানান। যদিও মূলত মমতার উদ্যোগেই বিরোধীরা জোটবদ্ধভাবে কোবিন্দের বিরুদ্ধে মীরাকে প্রার্থী করেছিল রাষ্ট্রপতি পদে। হঠাৎই মত বদলে মুখ্যমন্ত্রী কোবিন্দের শপথগ্রহণে হাজির থাকায় অন্যরকম বার্তা পাচ্ছে দিল্লির রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রেও জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা না হলেও দার্জিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হতে পারে মুখ্যমন্ত্রীর। এমনকী শপথগ্রহণ অনুষ্ঠানের পর মোদি-মমতার বৈঠক নিয়েও জল্পনা চলছে। দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা কতটা তা মঙ্গলবার রাতের মধ্যেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gVZ5lQ
July 24, 2017 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন