ইসলামাবাদ, ০২ জুলাই- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান শোয়েব মালিক বলেছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান তিনি। এক সাক্ষাৎকারে মালিক বলেন, আমার ফর্ম না থাকলে এবং বর্তমান ফিটনেস ধরে রাখতে না পারলে ৫০ ওভারের বিশ্বকাপ এবং এরপর ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেব। তিনি বলেন, আইসিসির ৩ ইভেন্টের শিরেপা জয়ী পাকিস্তানের প্রথম খেলোয়াড় হওয়া আমার লক্ষ্য। ২০০৭-২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া মালিক বলেন, ক্রিকেটে সব কিছুই নির্ভর করে ফর্ম ও ফিটনেসের ওপর। দলে তার অবদান প্রসঙ্গে শোয়েব বলেন, সব কিছুই নির্ভর করবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের জন্য আমি কতটা অবদান রাখতে পারি তার ওপর। বোঝা হয়ে গেছি মনে করলে আমি নিজেই জাতীয় দলের অংশ হতে চাইব না। আমি অবসর নেব। তবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর আমি এখন খুবই আশাবাদী যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ আমরা জয় করতে পারি। ৩৫ বছর বয়সী শোয়েব মালিক বলেন তিনি জানেন যে, কিছু সাবেক খেলোয়াড় ও সমালোচকরা চান তিনি সরে গিয়ে পাকিস্তান দলে তরুণদের সুযোগ দেয়া হোক। শোয়েবের ভাষায়, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নজর দিতে চাই বলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরি করার পরও ২০১৫ সালের নভেম্বরে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দলে আমার যথার্থতা প্রমাণ করতে পেরেছি বলে আমি মনে করছি। আমি মনে করি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকে আমার পারফর্মেন্সের প্রমাণ মেলে। ফর্ম নিয়ে কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে তিনি বলেন, আমি এখন কোন চাপ অনুভব করছি না এবং জানি পাকিস্তানের হয়ে খেলতে গেলে প্রতিবারই দলের পারফরমেন্সে একটা মূল্যবান কিছু যোগ করতে পারি। চ্যাম্পিয়নস ট্রফিতে কোন বড় রান করতে না পারাটা ছিল হতাশার । তবে একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে নিজের উপস্থিতি প্রমাণে সব কিছুই করেছি। এ আর/১৭:৫৭/০২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t5pdyN
July 02, 2017 at 11:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন