মোর্চা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র জয়গাঁ

জয়গাঁ, ৩০ জুলাইঃ মোর্চা ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ। ঘটনায় দুইপক্ষেরই কয়েকজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। এদিকে, এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জয়গাঁ সীমান্তের ভুটান গেট। বন্ধ হয়ে পড়েছে দুই দেশের মধ্যে যোগাযোগ।

ঘটনার সূত্রপাত মোর্চার মিছিলকে কেন্দ্র করে। দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধ ও গোর্খাল্যান্ডের দাবিতে রবিবার বেলা ১১ টা নাগাদ জয়গাঁয় মিছিল বের করে মোর্চা। কিন্তু সেই মিছিল আটকে দিতেই বচসা বাঁধে পুলিশ ও মোর্চা নেতা-কর্মীদের মধ্যে। পুলিশের দাবি, এদিনের মিছিলের কোনো অনুমতি ছিল না। তাই মিছিলটি আটকে দেওয়া হয়। মোর্চা নেতাদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ। যদিও জেলা পুলিশ সুপার এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানিয়েছেন, মোর্চা সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে একজন পুলিশ জখম হয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hdK0fU

July 30, 2017 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top