ঢাকা, ৩০ জুলাই- বিপাশা হায়াতের অনেক পরিচয়। অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী। তার অনেক গুণের মধ্যে আরও একটি ইচ্ছে সমাজসেবার মানসিকতা। সুযোগ পেলে সেই গুণকে তিনি বিস্তৃত করতে চান। নিজেই জানালেন নিজের গোপন এক ইচ্ছের কথা। যদি সুযোগ হয় শিশুদের জন্য কাজ করতে চান তিনি। আজ মাছরাঙা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ বিনোদন সারাদিন অনুষ্ঠানে বিপাশা এ কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপাশা আহ্বান করেন, যদি সম্ভব হয় পথশিশুদের জন্য, শিশু শ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন। আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি আমি তখন আমার সন্তানদের দিকে তাকাই। অসহায় লাগে। কষ্ট পাই। তিনি বলেন, আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যত। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না? বিপাশা হায়াত বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য বেশ কিছু অনুষ্ঠান করতে চান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনা ও নন্দিতার উপস্থাপনায় বিনোদন সারাদিন আজ রোববার (৩০ জুলাই) প্রচারিত হবে বিকাল সাড়ে ৫টায়, মাছরাঙা টেলিভিশনে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tTuknY
July 30, 2017 at 10:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন