মাছ শিকারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

হোমনা প্রতিনিধি ● হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- স্বামী মুজিব ভাণ্ডারী (৫৫) ও স্ত্রী জাকিয়া বেগম (৪০)। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মুজিব ভাণ্ডারী মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ খুঁটিতে লেগে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তার স্ত্রী জাকিয়া বেগমও। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে গ্রামবাসীর সহায়তায় মরদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ৩ বছরের একটি ছেলে ও ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় কুমিল্লা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা শুনেছেন। খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

The post মাছ শিকারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tqOe9i

July 19, 2017 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top