কলকাতা, ২১ জুলাই- ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেত্রী রূপা গাঙ্গুলীকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। তিনি বলেন, বিজেপি নামে একটি দল আছে। ওদের উপর রাগ করবেন না। ওরা রাগ করার যোগ্যই নয়। ওদের গুরুত্ব দেবেন না। ওরা এমনিই চলে যাবে। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে কবীর সুমন এসব কথা বলেন। কলকাতায় প্রায়ই নারীরা ধর্ষণের শিকার হয় বলে বক্তব্য দিয়েছিলেন রূপা গাঙ্গুলি। এদিন কবীর সুমন বলেন, ওনার কথায় কথায় ধর্ষণ হয়। সীমান্ত সমস্যা, সাম্প্রদায়িকতা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বিজেপির সমালোচনা করেন। তবে কবীর সুমনের মতো কেউ সরাসরি রূপাকে আক্রমণ করে কথা বলেননি। এআর/১৯:৫২/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vId9C9
July 22, 2017 at 01:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top