কলকাতা, ১৫ জুলাই- রাষ্ট্রপতির মেয়াদ শেষ হতে বাকি আর কয়েকদিন৷ তাঁর আগেই ইতিহাস তৈরি করলেন প্রণব মুখোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গে দারিদ্রসীমার নীচে অবস্থিত ২.৫কোটি পরিবারের হাতে এলপিজি গ্যাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ রাষ্ট্রপতি হিসেবে এটিই তাঁর শেষ সফর৷ শনিবার এলপিজি গ্যাস তুলে দেবেন তিনি৷ এই কর্মসূচীটি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা স্কীমের অন্তর্ভুক্ত৷ প্রসঙ্গত, জঙ্গিপুরে রাষ্ট্রপতির নিজের বাড়িতে আসবেন তিনি৷ জঙ্গিপুর ছাড়াও রঘুনাথগঞ্জ এবং মুর্শিদাবাদের দারিদ্রসীমার নীচে অবস্থিত পরিবারের হাতে এলপিজি গ্যাস তুলে দেবেন তিনি৷ এই অনুষ্ঠানের সময় উপস্থিত থাকবেন পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র মন্ত্রীও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে৷ এছাড়াও থাকছেন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জীও৷ এই বিশেষ উদ্যোগটি মোদী সরকারের স্বপ্নের মিশন ক্লিন ফুয়েল বেটার লাইফ-র অন্তর্ভুক্ত৷ মূলত দারিদ্রসীমার নীচে অবস্থিত পরিবারের জন্যই মোদী এই বিশেষ উদ্যোগটি নিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা এই কর্মসূচীটির সূচনা হয়েছিল ২০১৬সালে৷ এই বিশেষ কর্মসূচীটির অধীনে দারিদ্রসীমার নীচে অবস্থিত দেশের সমস্ত বিপিএলভুক্ত পরিবারের হাতে এলপিজি গ্যাস তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ দেশের গ্রামাঞ্চলগুলির উন্নয়ন সাধনের জন্যই এই বিশেষ কর্মসূচীটি গৃহীত হয়েছিল৷ মোদী সরকার এই কর্মসূচীর মাধ্যমে দেশের প্রায় পাঁচ কোটি বাড়িতে এলপিজি গ্যাস পৌছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tTmh8O
July 15, 2017 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top