‘প্রয়োজনে দেশের জন্য, মানুষের জন্য জীবন দেব’

কুমিল্লার দাউদকান্দিতে খালে পড়া দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে পুলিশ সদস্য পারভেজ মিয়া এখন আলোচিত চরিত্র। তার জন্য গর্বের শেষ নেই পুলিশ বাহিনীর। তারা এই সদস্যের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সুপারিশ করতে যাচ্ছে।

পাশাপাশি বুধবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে দাউদকান্দির গৌরীপুর পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।

নিসচার কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।

এছাড়া বক্তব্য রাখেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল-আমিন মিয়াজী, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান শেলিনা আক্তার, নিসচার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলমগীর হোসেন, উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খান, সাংবাদিক মো. ওমর ফারুক মিয়াজী, সাইফুল ইসলাম স্বপন, ডা. মো. সফিকুল ইসলাম ও এসআই মো. মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচিত পুলিশ কনস্টেবল পারভেজ তার প্রতিক্রিয়ায় বলেন, মানুষ-মানুষের জন্য, কারও জীবন রক্ষার চেয়ে বড় মহৎ কাজ ও দায়িত্ব আর কী হতে পারে। যেদিন পুলিশে যোগ দিয়েছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজনে দেশের জন্য, মানুষের জন্য জীবন দেব।

তিনি বলেন, যাত্রীদের জীবন বাঁচিয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, তবুও আমার এই কাজের জন্য পুলিশ বিভাগ ছাড়াও যারা আমাকে প্রেরণা-উৎসাহ, পুরস্কার ও প্রশংসা করে যাচ্ছেন আমি সবার কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে পারভেজ মিয়া ও ওসি আবুল কালাম আজাদকে নিসচার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট এবং পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম হাসান ৫ হাজার টাকা এবং দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল-আমিন মিয়াজী ৫ হাজার টাকা পুরস্কার দেন।

এছাড়া নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে কুমিল্লা উত্তর জেলা নিসচা ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2uCFOeo

July 19, 2017 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top