সুরমা টাইমস ডেস্ক: রাঙামাটিতে আবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে প্রায় এক ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, পাহাড়ধসের পর রাস্তা পরিষ্কার করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
রোববার রাত থেকে রাঙামাটিতে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানার পর জেলা প্রশাসন রোববার সন্ধ্যার পর থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করে। এরপর প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে, যা এখনও অব্যাহত আছে। গত ১৩ জুন পাহাড়ধসে শুধু রাঙামাটিতেই ১২০ জন মারা যান। আহত হন শতাধিক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tiFoaA
July 03, 2017 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন