কলকাতা, ১৭ জুলাই- প্রাথমিকভাবে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলে দারুণ সাড়া পেয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে, দেশের আরও বেশি সংখ্যক পোস্ট অফিসগুলিতে এই পরিষেবা চালু হওয়ার কথা। পোস্ট অফিসেই গিয়ে সেরে ফেলা যাবে পাসপোর্টের আবেদনের যাবতীয় কাজ। কয়েক মাস আগেই এই উদ্যোগ নিয়েছিল ভারত সরকার। এবার কলকাতাতেও চালু হল এই পরিষেবা। কলকাতার বিডন স্ট্রিট পোস্ট অফিসে এ দিন আনুষ্ঠানিকভাবে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর। ফলে এবার থেকে এই পোস্ট অফিস থেকেই পাসপোর্টের আবেদন করতে পারবেন যে কেউ। পাসপোর্টের নবীকরণ-সহ অন্যান্য কাজও হবে এখান থেকেই। বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর জানিয়েছেন, এর আগে আসানসোল এবং রায়গঞ্জে এই পরিষেবা শুরু হয়েছিল। কলকাতার সঙ্গে সঙ্গেই আজ নদিয়ার কৃষ্ণনগরেও এই পরিষেবা শুরু হল। আগামী দিনে প্রতি পঞ্চাশ কিলোমিটার অন্তর পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল অরূন্ধতী ঘোষও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলে দারুণ সাড়া পেয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে, দেশের আরও বেশি সংখ্যক পোস্ট অফিসগুলিতে এই পরিষেবা চালু হওয়ার কথা। বিদেশমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, বর্ধমান, দার্জিলিঙ এবং মালদহতেও এই পরিষেবা শুরু হওয়ার কথা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u1WsUo
July 18, 2017 at 03:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন