ঢাকা, ২১ জুলাই- জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই বছরের মে মাসে তাদের ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর দিনভর আলোচনায় ছিল বিষয়টি। তাদের ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। আর মিথিলাও আলাদা কোন বক্তব্য দেননি। তবে গণমাধ্যমে মিথিলার আলাদা বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরেই তারা আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। মিথিলা জানান, এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদেরও ছিল না। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আর একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ পরে আর এক থাকে না। ধীরে ধীরে তাহসান বদলে গেছে। এমনকি আমাকে সে অবহেলাও করেছে। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি। বলে রাখা ভালো ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। এরপর তারা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। এমএ/ ০৫:০৫/ ২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uhweeP
July 21, 2017 at 11:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন