ঢাকা, ২১ জুলাই- আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০১৭ সালের বিপিএলের জমজমাট আসর। এবারের আসরে সব দলেরই নজর বিদেশী খেলোয়াড়েরে দিকে। এবারের বিপিএলে প্রতি ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ কি আনুপাতিক হারে কমে যাচ্ছে? ক্রিকেটপাড়ায় এ প্রশ্ন উকি-ঝুঁকি দিচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য খবরটি মোটেই সুখবর নয়। তবে বিপিএল আয়োজক ও প্রতিযোগী দলগুলোর মালিকদের কেউ কেউ এটাকে সুসংবাদ বলেই মনে করছেন। পাঁচজন বিদেশী খেললে জাতীয় দলের ক্রিকেটারদের তেমন অসুবিধা হবার কথা নয়। তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হবে। তাই, ইতিমধ্যে পাঁচজন বিদেশী খেলানোর বিপক্ষে সোচ্চার হয়েছেন মাশরাফি ও তামিম। এই প্রসঙ্গে তামিম বলেন, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো- আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি আর বোর্ড যদি আমার মতামত চায়। আমি সরাসরি জানাবো, আমি এর বিপক্ষে। আমি ইতিমধ্যে আমার ফ্রাঞ্চাইজিকে পাঁচ বিদেশী খেলানোর বিপক্ষে থাকার কথা বলেছি। একই সুর বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির কন্ঠে, এই টুর্ণামেন্ট লোকাল খেলোয়াড় তৈরী করার বড় সুযোগ। আপনি খেয়াল করলে দেখবেন, আগের চার আসরে সেই দলই জিতছে যাদের লোকাল খেলোয়াড়রা ভালো করেছে। মাশরাফি আরো যোগ করেন, এখন আমরা যদি বিদেশী খেলোয়াড় বাড়াই, তাহলে খেলার জয়-পরাজয় ওদের উপর নির্ভর করবে। পাশাপাশি আপনি যদি একজন বিদেশী ক্রিকেটার বাড়ান তার মানে একজন দেশী ক্রিকেটার কমে যাচ্ছে। যেটা আমি চাই না। বোর্ড আমার কাছে মতামত জানতে চাইলে, আমি বলবো চারজন বিদেশীই খেলানো উচিত। এমএ/ ৫:০০/ ২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2twcZ49
July 21, 2017 at 11:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top