পশ্চিমবঙ্গ, ২১ জুলাই- ইংরেজদের তাড়াতে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজী৷ ভারতবাসীর কাছে দৃঢ়কন্ঠে ঘোষণা করেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে৷ যে বাক্য শুনলে এখনও রক্ত গরম হয়ে যায় একশো ত্রিশ কোটির৷ ২০১৭ সালে সেই বাক্যই ধ্বনিত হল তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে৷ বিজেপিকে তাড়াতে ভারতছাড় আন্দোলনের ৭৪ বছর পর মহাত্মার গলার সেই অমোঘ ঘোষণা এবার শোনা গেল মমতার গলায়৷ শুক্রবার কয়েক মুহূর্তের জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউস হয়ে গেল বম্বের(অধুনা মুম্বই) গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান৷ শহীদ দিবসের সমাবেশ থেকে গান্ধীজীর স্টাইলেই রাজ্যবাসীর কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে রুখতে ৯ই অগাষ্ট থেকে ৩০শে অগাষ্ট পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে ভারত ছাড়ো আন্দোলন করার নির্দেশ দিলেন তিনি৷ সেইসঙ্গে তিনি সংযোজিত করেন গান্ধীজীর সেই বিখ্যাত উক্তি, করেঙ্গে ইয়া মরেঙ্গে৷ এদিন মমতার বক্তৃতার আগাগোড়াই ছিল বিজেপির সমালোচনা৷ নোটবাতিল, জিএসটি ইস্যু থেকে সারদা, নারদ তদন্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বাণ ছোঁড়েন তিনি৷ প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মোদী সরকারের কড়া সমালোচনাও করেন তিনি৷ গোটা দেশে তিনিই যে একমাত্র মোদী বিরোধী মুখে তা বোঝাতে এদিন কোনও কসুর করেননি তৃণমূলনেত্রী৷ তবে, মোদীকে তাড়াতে তিনি যে একেবারে মহাত্মাকে ধার করবেন ভাবাই যায় নি৷ তৃণমূল নেত্রীর অনেক কথাতেই এর আগেও অনেক চমকের সৃষ্টি হয়েছে৷ তবে বাপুজীর উক্তি এদিন নেত্রীর গলায় শুনে প্রথমে চমকে যান বহু তৃণমূল নেতা-কর্মীরাই৷ পরে তারা ধাতস্ত হলেও বিরোধীরা এই বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি৷ কংগ্রেস নেতারা সব শুনে জানিয়েছেন, পাগলের পাগলামি৷ করেঙ্গে ইয়া মরেঙ্গে বলে ইংরেজদের ভারতছাড়া করার ডাক দিয়েছিলেন দেশের পিতা৷ সেই একই স্লোগান তুলে এবার বিজেপিকে ভারতছাড়া করার ডাক দিলেন দেশের দিদি৷ এতদিন পাঠ্যবইতে গান্ধীজীর এই ঐতিহাসিক আন্দোলন সযন্তে সংরক্ষিত ছিল৷ এবার মমতার সৌজন্যে ভারত ছাড়ো আন্দোলন পার্ট টু দেখতে চলেছে বর্তমান প্রজন্ম৷ এমএ/ ০৫:১০/ ২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tMQval
July 21, 2017 at 11:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top