মোদি ও জিনপিংয়ের বৈঠক প্রসঙ্গে জবাব ভারতের

জেরুজালেম, ৬ জুলাইঃ নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়ে দিল ভারত। হ্যামবুর্গে জি-২০ সম্মেলনের মাঝে ভারত ও চিনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। তবে বর্তমানে দু’দেশের সম্পর্ক এই বৈঠকের পক্ষে অনুকূল নয় বলে জানিয়ে দেয় চিনা বিদেশমন্ত্রক।

এদিকে ভারতের তরফে জানানো হয়েছে, এ ধরনের কোনো বৈঠকের প্রস্তাব দেওয়া হয়নি। তাহলে বৈঠক হওয়া আর না হওয়ার প্রশ্নই ওঠে কি করে?

উল্লেখ্য, গত ৬ জুন সীমান্ত অঞ্চল ডোকালামে ভারতীয় সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে চিনা জওয়ানরা। এরপর থেকেই দু’দেশের মধ্যে বিবাদ বাধে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sKsFjU

July 06, 2017 at 10:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top