দার্জিলিং ব্যুরো, ৬ জুলাইঃ পাহাড়ে টানা বন্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে গোর্খাল্যান্ড মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি। পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে চাপে ফেলতে এবার তরাই-ডুয়ার্সেও পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করার পরিকল্পনা নিয়েছে তারা। বৃহস্পতিবার কালিম্পংয়ে সর্বদল বৈঠকে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার হিংসাত্মক কাজকর্ম নিয়ে জিএনএলএফ এবং জাপ ক্ষোভ জানিয়েছে। একইসঙ্গে সমতল থেকে পাহাড়ে খাদ্যসামগ্রী পাঠানোয় পুলিশ বাধা দেওয়ার ঘটনাতেও ক্ষুব্ধ তারা। মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে তারা বন্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই সায় দিয়েছে। কমিটির পরবর্তী মিটিং হবে ১৮ জুলাই।
বৈঠক শেষে মোর্চার সহ সম্পাদক বিনয় তামাং ও জিএনএলএফ-এর নীরজ জিম্বা বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার গণতন্ত্রকে কীভাবে হত্যা করছে তা তুলে ধরতে এবার তরাই-ডুয়ার্সেও আন্দোলন হবে।
রাজনৈতিক মহল বলছে, পরিকল্পনা করেই পাহাড়ের আন্দোলনকে সমতলে নামিয়ে আনতে চাইছে মোর্চা। সমতল থেকে প্রচুর পুলিশ ফোর্স পাহাড়ে পাঠানোয় মোর্চা কর্মীরা অনেকসময়ই পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাই সমতলে আন্দোলন ছড়ালে পাহাড় থেকে ফোর্স কমাতে বাধ্য হবে রাজ্য সরকার। দ্বিতীয়ত, সমতলে আন্দোলন হলে সংঘাত বাড়বে। তাতে রাজ্য সরকার আরও সমস্যায় পড়বে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2stI1oR
July 06, 2017 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন